ডানকুনি পুরসভার ১৪, ১৫, ২০ নম্বর ওয়ার্ড সহ বিস্তির্ণ এলাকা বৃষ্টির জমা জলে প্লাবিত


শুক্রবার,০৩/০৮/২০১৮
572

সুমন করাতি---

ডানকুনি পুরসভার ১৪, ১৫, ২০ নম্বর ওয়ার্ড সহ বিস্তির্ণ এলাকা বৃষ্টির জমা জলে ডুবে গিয়েছে । নর্দমা, জলাশয়ের নোংরা, পচা জল ডুকে পড়েছে বাড়ির ভিতরে । পরিস্থিতি এতটাই বেহাল যে বাড়ি থেকে বের হওয়াই দায় হয়ে উঠেছে । এমনকি বয়স্ক ডায়ারিয়া আক্রান্ত অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না । যদিও এই সমস্ত এলাকার স্থানীয় কাউন্সিলারদের দাবি এলাকাকে জল মুক্ত করতে বিভিন্ন জায়গায় পাম্প বসানো হয়েছে । কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি বিগত এক সপ্তাহের বেশী সময় ধরে তারা এই পরিস্থিতির মধ্যেই দিন কাটাচ্ছেন ।

অন্যদিকে এবিষয়ে ডানকুনি পুরসভার উপ-পুরপ্রধান দেবাশিষ মুখার্জি বলেন, ১৪, ১৫ ও ২০ নম্বর ওয়ার্ড এই পুরসভার সবচেয়ে নিচু এলাকা হওয়ায় বর্ষায় জল জমার একটা সমস্যা হয় । কিন্তু ইতিমধ্যেই পাম্প বসিয়ে সেই সমস্যা দূর করার চেষ্টা শুরু করা হয়েছে । পাশাপাশি তিনি বলেন, শুক্রবার রাজ্যের সেচ মন্ত্রী এবিষয়ে এলাকার বিধায়কের সাথে কলকাতায় একটি আলোচনায় বসেছেন । সেখানে নিশ্চয় এবিষয়ে কোনও সমাধান সূত্র মিল্বে । তাছাড়া তিনি বলেন, এলাকার খাল গুলির সংস্কারের পাশাপাশি আর অন্য কোনও খালের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়েও বিধায়ককে সেচ মন্ত্রীর সাথে আলোচনার জন্য জানানো হয়েছে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট