পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসখালি থানার ঠাকুর নগর হরিণডাঙ্গা এলাকায়।ঘটনার সূত্রপাত,আজ দুপুরে স্থানীয় যুবক অরূপ গোলদার বাংলাদেশ থেকে আসা এক বন্ধুকে বাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি পোস্টে।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধু অরূপ গোলদার(৩১) এবং বাংলাদেশের গোপালগঞ্জ থেকে এ দেশে বেড়াতে আসা নিহার মন্ডল(৩০)ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
Auto Amazon Links: No products found.