জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ডাম্পারের ধাক্কা


শনিবার,০৪/০৮/২০১৮
747

বাংলা এক্সপ্রেস---

জাতীয় সড়কের বাগনান থানা এলাকার বরুণদা কলাতলায় খারাপ হয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ডাম্পারের ধাক্কা। ঘটনায় মৃত্যু হয়েছে ২  যাত্রী আহত ১০। জানা গেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে একটি বাস ভাড়া করে তারকেশ্বর জল ঢালতে যাচ্ছিলেন ৪৩  জন।

বাসটি খারাপ হয়ে যাবার কারণে বরুণদা কলাতলার কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন বাসের চালক। বেশ কিছু যাত্রী বাস থেকে নেমে গেলেও বাসের মধ্যে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। সেই সময় আচমকাই ডাম্পারটি বাসের পিছনে ধাক্কা মারলে বাসটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। মৃত্যু হয় এক বাস যাত্রীর। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আর এক যাত্রীর। আহত ১০। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট