পশ্চিম মেদিনীপুর : অসমের শিলচরে তৃণমূল সাংসদ প্রতিনিধি দলকে হেনস্থা করার প্রতিবাদে এবং ঐ ঘটনায় যুক্ত পুলিশদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলে আজ পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল যুব কংগ্রেস। বিক্ষোভের আগে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। এই বিক্ষোভ কর্মসূচির পাশপাশি আজ রাজ্য জুড়ে কালা দিবসের ডাক দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। বিক্ষোভ শেষে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ এর কুশপুতুল পোড়ানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি, সুজয় হাজরা, সৌরভ বসু, গোপাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।
পশ্চিম মেদিনীপুর পোড়ানো হল অমিত শাহ এর কুশপুতুল
শনিবার,০৪/০৮/২০১৮
708
বাংলা এক্সপ্রেস---