নাবালিকা স্ত্রীকে মারধোর গ্রেফতার স্বামী


শনিবার,০৪/০৮/২০১৮
454

গোপাল ঠাকুরঃবাসন্তি---

বাবা মাকে খুন করার ভয় দেখিয়ে দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে কার্যত রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দুমাস বিয়ে করেছিল প্রতিবেশি এক যুবক। বিয়ের পর স্ত্রীর উপর প্রায়দিন মানসিক ও শারীরিক অত্যাচার করতো অভিযুক্ত স্বামী অমিয় নস্কর। অমিয়র পাশাপাশি তার মা বোন রাও ঐ নাবালিকা গৃহবধূর উপর অত্যাচার করতো। শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে কার্যত সেখান থেকে পালিয়ে বাপের বাড়ি চলে আসে ঐ বছর ষোলর গৃহবধূ।

বেশ কিছুদিন বাড়ির বাইরে বের হতো না সে। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাইরে বের হতেই তার উপর আচমকা চরাও হয় অভিযুক্ত অমিয় নস্কর। বেধরক মারধোরের পাশাপাশি শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করা হয় বলে ও অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ১১ নম্বর কুমড়োখালি গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত অমিয় নস্করের নামে বাসন্তী থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট