হরিহরপাড়াঃ তৃনমূলের গোষ্ঠীদ্বন্দে আহত প্রায় ৫ জন বলে অভিযোগ। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে হরিহরপাড়া স্বরূপপুর এলাকায় ওয়াহেদ আনসারি রক্তদান শিবিরের বিষয় নিয়ে নিজের বাড়িতে মিটিং করছিল। সেই সময় তৃনমূলের বেশ কিছু লোকজন তাদের উপর চড়াও হয় এবং বাঁশ ও লাঠি দিয়ে তাদের উপর আক্রমন চালায় বলে অভিযোগ। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওয়াহেদ আনসারি জানান যে তিনি তৃনমূলের একজন সক্রিয় কর্মী। উল্লেখ্য ওয়াহেদ আনসারি পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের টিকিট না পেয়ে নির্দল দলের প্রার্থী হয়ে ভোটে লড়াই করেছিলেন। যদিও হরিহরপাড়া ব্লক সভাপতি সামসুজ্জোহা বিশ্বাস জানান ওয়াহেদ আনসারি তৃনমূলের কেউ নয়। ওরা টাকা পয়সা সংক্রান্ত বিষয়ের জেরে মারপিট করেছে। এর সঙ্গে তৃনমূলের কোন যোগ নেই।
Auto Amazon Links: No products found.