খড়গ্রামঃ গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য খড়গ্রামে। মৃতের নাম তহিদুল সেখ(৩২)। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কান্দী মহকুমার খড়গ্রাম থানার ইন্দ্রানী স্কুলের মাঠ সংলগ্ন এলাকায়। এদিন সকালে গ্রামের লোকেরা মাঠে গেলে দেখতে পায় একটি গলা কাটা মৃতদেহ মাঠের মধ্যে পড়ে আছে। মৃত ব্যাক্তি তহিদুল সেখের বাড়ি খড়গ্রাম থানার শেরপুর গ্রামে, ওই ব্যাক্তি পেশায় ডাম্পার চালক বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা খড়গ্রাম থানায় খবর দিলে পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিসের প্রাথমিক অনুমান খুনীরা রাত্রি ১২টা থেকে রাত্রি ২টার মধ্যে তহিদুলকে খুন করা হয়েছে বলে তারা মনে করছে। তবে কি কারনে এই খুন সেই ব্যাপারে পুলিস এখনো নিশ্চিত নয়।
গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য খড়গ্রামে
রবিবার,০৫/০৮/২০১৮
488
বাংলা এক্সপ্রেস---