এই টেস্ট এ প্রথম ম্যাচে বিরাট কোহলি ও অশ্বিন ছাড়া আর কেউ সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা যায়নি। এই টেস্টে প্রথম ইনিংস এ চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন অশ্বিন। কিন্ত তা স্বত্বেও ব্যাটিং ব্যার্থতার জন্য পরাজিত হতে হয় ভারতীয় দলকে। এই ম্যাচে লড়াই করেছে ভারতীয় দল। বিদেশের মাটিতে ভালো ফলাফল করে ভারতীয় দল।বিদেশের পিচে মানিয়ে নিতেও কিছু সমস্যা হয় প্রথমে দলের। এই সিরিজে এখনো অনেক ম্যাচ বাকী তাই হতাশ হওয়ার কিছু নেই।ঘুরে দারাবে ভারতীয় দল।
প্রথম ম্যাচে হারার পর হতাশ হওয়ার কিছু নেই;ঘুরে দাঁড়াবে ভারতীয় দল
সোমবার,০৬/০৮/২০১৮
679

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: