উলুবেড়িয়া: রেল লাইন পার হতে গিতে ট্রেনের ধাক্কায় মৃত মাছ বিক্রেতা মহিলার, মৃতের নাম স্বসরস্বতী বেরা(৪০) উলুবেড়িয়া স্টেশনের কাছে ডোমপাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮ টা নাগাদ যখন উলুবেড়িয়া ডোমপাড়ার দিকে যাওয়ার সময় লাইন পার হচ্ছিল সেই সময়ই লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন, ওই মহিলা, ঘটনাস্থলেই মৃত্যু হয়,স্থানীয়বাসিন্দা সুত্রে খবর মৃত মহিলার নাম স্বরস্বতী বেরা তিনি ডোমপাড়াই বাসিন্দা ছিলেন মাছ বিক্রির জন্য মাথায় মাছের ঝোড়া নিয়ে লাইন পার হওয়ার সময় এই ঘটনা ঘটে, উলুবেড়িয়ার জি আর পি পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়।
রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত
সোমবার,০৬/০৮/২০১৮
573
বাংলা এক্সপ্রেস---