ডায়মন্ড হারবার সুপারস্পেশালিটিতে আগুন


সোমবার,০৬/০৮/২০১৮
785

বাংলা এক্সপ্রেস---

ডায়মন্ড হারবার সুপারস্পেশালিটিতে আগুন । আগুন লাগে দ্বিতলের লেবার রুমে । ঘটনায় আতঙ্কে দৌড় রুগি সহ আত্মিয় পরিজনদের । অভিযোগ সকাল বেলায় হাসপাতালের লেবার রুমের সার্ভিস কনর্ট্রলার থেকে আগুন দেখতে পায় রুগিরা । ধোয়াতে গ্রাস করে তিন তলা দুতলা চারতলার অংশ । অপারেশান থিয়েটার থেকে ডাক্তার নার্স বেড়িয়ে ছোটা ছুটি শুরু করে ।আগুন লাগার সর্তকতাজারি করে হাসপাতাল কর্মিরা। ততক্ষনে আতঙ্কে রুগি সহ আত্মিয়পরিজন। মেনটেনেন্স কর্মি না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। ঘটনা স্থলে আসে ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন । অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে আনে । পরে সদ্যযাত সহ মূর্মূশু রুগিদের উদ্ধার করে হাসপাতালের কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে । সকসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মিদের । পরিদর্শনে আসেন পুরসভার কাউন্সিলার প্রনব মন্ডল । আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

https://youtu.be/ItSbTDfdnmQ

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট