খড়গপুর থেকে টাটা গামী আপ রেললাইনে ট্রেনে কাটা হয়ে ৩ টি হাতির মৃত্যু


মঙ্গলবার,০৭/০৮/২০১৮
485

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম থেকে টাটা যাওয়ার সময় কানিমৌহুলি স্টেশনের কাছে রাস্তা পারপার হওয়ার সময় ৩ টি হাতির মৃত্যু । তিনটি হাতির মধ্যে একটি বাচ্চা হাতি আছে ।,জ্ঞানেশ্বরী এক্সপ্রেস টাটা দিকে যাওয়ার সময় আনুমানিক রাত্রি ২.৩০ থেকে ২.৪৫ মিনিট নাগাদ ধাক্কা দেয় ট্রেনটি । ঘটনা স্হলেই মারা যায় ৩ টি হাতি । প্রতিবছর এই সময় দলমা থেকে হাতির দল এই পথ ধরে ঝাড়গ্রাম ও পশ্চিমমেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় জঙ্গলে প্রবেশ করে ।

এর আগেও গত তিনবছর আগে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার কলাইকুন্ডা রেন্জে মহাঅষ্টমীর দিন একই রকম ঘটনা ঘটেছিল । ঘটনা স্হলের উদ্যেশ্যে রওনা হয়েছে ঝাড়গ্রামের বনদপ্তরের আধিকারিক গন । তবে একসঙ্গে ৩ টি হাতির মৃত্যুর ঘটনা এই স্হানে প্রথম হল । রেল সূত্রের খবর এই  ঘটনার জন্য আপ লাইনে ট্রেন চলাচল ধীর গতিতে চলছে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট