হুগলীর উত্তরপাড়ায় গলির মধ্যে লরির চাকায় পিষ্ট ব্যবসায়ী, এলাকায় চাঞ্চল্য


মঙ্গলবার,০৭/০৮/২০১৮
528

বাংলা এক্সপ্রেস---

গতকাল রাত দশটা নাগাদ উত্তরপাড়া কোতরং এলাকার ১৮ নম্বর ওয়ার্ড এর নেতাজী সুভাষ রোড এর ওপর হঠাৎই এক বিকট শব্দে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসে, তারপর এলাকাবাসী দেখে তিন জন যুবক রাস্তা দিয়ে উত্তরপাড়া স্টেশন এর দিকে পালিয়ে যাচ্ছে ও একটি লরি রাস্তার ওপর দাঁড়িয়ে ,পরে তাঁরা দেখতে পায় এলাকারই ব্যবসায়ী উমেশ পেশায় ইস্ত্রি ব্যবসায়ী লরির পিছনের চাকায় পিষ্ট অবস্থায় পরে আছে,এরপর এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।

এলাকাবাসী দের অভিযোগ রাত বারোটার আগে কি করে প্রশাসনের চোখ এড়িয়ে গলির মধ্যে দিয়ে ওই লরি যাতায়াত করার বৈধতা পেল, এছাড়া ও তাঁদের অভিযোগ পুলিশ কে জানানোর আধ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে,যার ফলে দীর্ঘ ক্ষণ মৃত দেহটি রাস্তায় পরে থাকে,এরপর ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ আসে ও ওই মৃত দেহটিকে সরিয়ে নিয়ে যায়। সূত্রের খবর ,ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে লরির চালক ও খালাসী এলাকা ছেড়ে চম্পট দেয়।এরপর পুলিশ লরিটি কে নিজেদের হেফাজতে নেয়।পুলিশ সূত্রের খবর উমেশ এর বাড়ি বিহারে সে উত্তরপাড়া য় ৮ বছর ধরে ব্যবসা করছে ,তাঁর মেয়ে পরিবার দেশে, সামনে তাঁর মেয়ের বিয়ে,কি করে গলির মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পুলিশ তা খতিয়ে দেখছে।

অপরদিকে এলাকাবাসীদের দাবি সম্প্রতি ওই রাস্তা টি সারাই এর জন্য এলাকাবাসী রা রাস্তা অবরোধ করে যাতে বেহাল রাস্তার অবস্থা একটু ঠিক হয়, তারপর গতকালের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট