মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ


মঙ্গলবার,০৭/০৮/২০১৮
542

নিজস্ব প্রতিনিধি,নদিয়া:দৃষ্টিহীন বাবা মায়ের একমাত্র মানসিক প্রতিবন্ধী এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষনের অভিযোগ উঠলো পাশের বাড়ির এক যুবকের বিরুদ্ধে ৷অভিযুক্তের নাম দুলাল বিশ্বাস। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাগানিপাড়া এলাকায় ৷ সূত্রের খবর, পেশায় গ্রিলের দোকানে কর্মরত দুলাল দীর্ঘদিন ধরে নাবালিকার বাড়ি যাতায়াত করতো ৷ নাবালিকার বাবা ও মা দুজনেই দৃষ্টিহীন ৷ অার সেই সুযোগেই দিনের পর দিন ভয় দেখিয়ে এই পাশবিক কর্মকান্ড চালাতো অভিযুক্ত দুলাল বিশ্বাস ৷

মঙ্গলবার সকালে দুলাল বিশ্বাসের নিজের স্ত্রীর সঙ্গে বচসা শুরু হলে সব কথা ফাঁস করে দেয় তার স্ত্রী ৷ আর দুলালের দুস্কর্মের কথা জানা জানি হতেই ঐ নাবালিকাকে জিঞ্জাসাবাদ করলে সব কথা বলে স্বীকার করে দেয় নাবালিকা ৷ এর পরেই নাবালিকা ও তার পরিবার শান্তিপুর থানায় অভিযুক্ত দুলাল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ৷অভিযুক্ত দুলাল পলাতক।পুলিশ দুলালের খোঁজে তল্লাশী শুরু করেছে।

নাবালিকার বাবা বলেন আমরা দুজনেই দৃষ্টিহীন তাই বিশ্বাস এবং ভরসা করে দুলালের কাছে যাতায়াত করতে আপত্তি করিনি।গত ১আগস্ট মেয়ের শারীরিক অসুবিধে দেখা দিলে মেয়ে সত্যি কথা জানায়।দীর্ঘদিন ধরে মেয়েকে ধর্ষণ করে আসছে।দৃষ্টিহীন দুজনেই অভিযুক্তের কঠোর সাজা দাবি করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট