বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার


মঙ্গলবার,০৭/০৮/২০১৮
628

বাংলা এক্সপ্রেস ---

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার নদীয়ার শান্তিপুরে। ঘটনাটির ঘটে একটু অন্যরকম ভাবে। স্থায়ী সূত্রে জানা যায়,  মৃতদেহ দাহ করে ফেরার পথে শান্তিপুর পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের দত্ত পাড়ার বাসিন্ধা সুখেন্দু মুখার্জী ও সুভাষ ঘোষ নামের দুই যুবক শান্তিপুর মতিগঞ্জের কাছে রাস্তায় ঘুরতে দেখেন প্রায় পাঁচ কেজি ওজনের একটি বিরল প্রজাতির স্ত্রী কচ্ছপ।

দুই ব্যক্তি সেখান থেকে কচ্ছপ টিকে  তুলে নিয়ে রাতে বাড়িতে রাখে। পরের দিন  স্থানীয় কাউন্সিলর শুভজিত দে মারফত খবর দেন জেলার বনদফতরে। বনদফতরের কর্মীরা এসে মঙ্গলবার সেটিকে উদ্ধার করে নিয়ে যান । তারা জানান এটিকে বেথুয়াডাহারি অভয়ারণ্যে ছাড়বেন । এই ধরণের বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণের প্রয়োজন বলেও জানান তারা।

উদ্ধার কর্তা সুখেন্দু বাবু বলেন রাস্তায় দেখে তারা উদ্ধার করা কর্তব্য মনে করেছিলেন। সাধারণত এই সময়ে ডিম পারতে তারা ডাঙায় ওঠে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট