কবিগুরু প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি


বুধবার,০৮/০৮/২০১৮
1443

শুভ বিস্বাস---

ছেলেবেলা থেকেই সহজ ভাবে নিজেকে চেনা সহজপাঠে।শত শত প্রজন্মের বিদ্যালয়ের পাঠ্যসুচিতে ছিল এই বইটি। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ এক অবিস্মরণীয় নাম।যার ভাবনার অতল সাগরে বয়ে চলে সাহিত্য এর ভাবনা।রবি ঠাকুরের জীবনের অনেকটা সময় কেটেছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে।ছোটবেলা থেকেই তিনি ছিলেন সকলের থেকে ভিন্ন। তার প্রিয় ছুটির দেশ ছিল তেতালার ছাদ।ভিবিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে ও নানান সামাজিক প্রেক্ষাপটে তার রচনাবলী নানান সাহিত্য উপস্থাপিত হয়েছে।তার লেখা নানান উপন্যাস,কাব্য,ছোটগল্প আজ ও সাহিত্যিক মহলে সমাদৃত।

তিনি বিশ্বকবি।এছাড়া তিনি অজস্র গান রচনা করেছেন। যা রবীন্দ্রসংগীত নামে পরিচিত।গীতাঞ্জলী বইটির জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। আজ বিশ্বজুড়ে রবীন্দ্রসাহিত্য নিয়ে চর্চা চলছে।বহু ছাত্রছাত্রী আজ রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রনাথ এর নানান বিশয় নিয়ে গবেষণা করছে।আজ মহান বিশ্বকবির প্রয়ান দিবস।শ্রাবনের এই দিনে তিনি পৃথিবী কে বিদায় জানান।আপামর বিশ্ববাসী তাকে ভোলেনি। তিনি আজো সমান ভাবে আছেন তার রচনাবলীর মধ্য। শুধু তাই নয় তার রচিত রবীন্দ্রসংগীত আজ বাঙালীর প্রিয়।জীবনের প্রতিটা পর্বে বিশ্ববাসী মনে রেখেছে তাকে। নানান উৎসব এর মাঝে তিনি আছেন।তিনি আছেন বাঙালির মনে।তার রচিত কবিতাগুচ্ছ আজো তরুন মনে জোয়ার আনে।জীবনের নানা পথে তার রচনাবলী পথ চেনায় বাঙালিকে।যার ভাবনার ডুব সাগরে ডুবে রয়েছে হাজার সাহিত্যিক। আজ বিশ্বকবির প্রয়ান দিবসে তার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি!!

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট