হাওড়া: শহরে বিভিন্ন ATM স্কিমার বসিয়ে টাকা গায়েব করে দিচ্ছে জালিয়াতিরা। হাওড়া বালিতে এবার এক বেসরকারি সংস্থার এটি এমে টাকা তুলতে গিয়ে ব্রাউন পেপার পেলেন এক গ্ৰাহক। বালির রামনবমীতলার বাসিন্দা বিজয় পান্ডে মঙ্গলবার রাতে বালি বাজারে এটি এমে ৬ হাজার টাকা তুলতে যায় দুটো দু’হাজার নোট বেরোয় তারপর একটি ব্রাউন পেপার বেরোয়। ঘটনায় হতবাক হয়ে যান বিজয় বাবু। রাতেই বালি থানায় অভিযোগ জানাতে যায় পুলিশ বিষয়টির গুরুত্ব দেননি বলে অভিযোগ করছেন। ওই এটি এমটি যে ব্যাঙ্কের ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষকের কছে ঘটনাটি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই গ্ৰাহক।
ATM থেকে এবার বেরলো “ব্রাউন পেপার”
বুধবার,০৮/০৮/২০১৮
587

আক্তরুল খাঁন---