এবার রেগিং এর অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণনগর এর বিপ্রদাস পাল চৌধুরী ইন্সটিটিউট অফ্ টেকনোলজি কলেজের ছাত্রদের বিরুদ্ধে। অভিযোগ নবদ্বীপ তেঘরিয়া পাড়ার বাসিন্ধা সৌভিক কুন্ডু ইলেকট্রিক্যাল এর প্রথম বর্ষের ওই ছাত্র মাত্র 5 দিন ওই কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু তার পর থেকেই বিভিন্ন ভাবে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কিছু ছাত এমনটাই অভিযোগ। আজ কলেজে ঢোকার পর জামার হাতা ও কলার তুলতে বলে তারা। জ্বর অবস্থায় কলেজে গিয়ে তাদের এই নির্দেশ মানতে চায়নি সৌভিক। অভিযোগ এরপরই জোটে মারধর। এই ঘটনায় মার খেয়ে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র। ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতে কলেজের আন্টি রেগিং কমিটির পক্ষ থেকে কলেজের প্রিন্সিপাল নারায়ণ সাহা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ করেন। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানার পুলিশ।ধৃত ছাত্রদের কৃষ্ণনগর আদালতে তোলা হলো।
রেগিং এর অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণনগর এর বিপ্রদাস পাল চৌধুরী ইন্সটিটিউট অফ্ টেকনোলজি কলেজের ছাত্রদের বিরুদ্ধে
বুধবার,০৮/০৮/২০১৮
635