পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির জেলা সহ সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গড়বেতার বাসিন্দা বিজেপির জেলার সভাপতি প্রদীপ লোধার বাড়িতে ভোর রাতে কেউ বা কারা বোম মারে। বর্ষিয়ান নেতা প্রদীপ লোধা তার নিজের বাড়িতে যে রুমে থাকেন ঠিক সেই রুমের দেওয়ালে বোম মারা হয়। প্রদীপবাবু অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। গরবেতা ১ এবং ২ নম্বর ব্লকে বিজেপির উত্থান তার পিছনে সক্রিয় ভূমিকা থাকায় তাকে মারার চক্রান্তেই এ ধরনের ঘটনা।
তার বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানান ভোর রাত প্রায় সাড়ে তিনটা নাগাদ দুটি সচরপিও তে করে কয়েক জন দুষ্কৃতী এসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রায় ১৫ টি বোম মারা হয়। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। কিছু বোম নিষ্ক্রিয় হয়ে থাকার ফলে, গরবেতা থানার পুলিশ এসে নিষ্ক্রিয় থাকা বোম গুলি উদ্ধার করে নিয়ে যায়। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই ঘটনার খবর পেয়ে জেলায় থাকা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বাড়িতে গিয়ে হাজির হয। তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।