ভাঙড়: গত প্রায় দুবছর ধরে বেহাল অবস্থা বাগজোলা খালপাড় সড়কের।প্রবল বৃষ্টির কারণে খানায় খন্দে পরিণত হয়ে পড়ে রাস্তা।প্রাণের ঝুকি নিয়ে নিরুপায় হয়ে বিপদজ্জনক রাস্তা দিয়েই ভাঙড় ২ ব্লকের সিংহভাগ ও হাড়োয়া ব্লকের নাগরিকরা যাত্রা করতে বাধ্য হচ্ছিলেন।
অবশেষে নড়েচড়ে বসলো প্রশাসন।বর্ষার আগে ঝামাইট দিয়ে আপাততো শুরু হলো রাস্তা সারাইয়ের কাজ।বর্ষা এবং পূজোর পরে পুরোদমে কাজ শুরু হবে বলে জানান স্থানীয় বিডিও কৌশিক কুমার মাইতি।পূর্ত দপ্তরের নিজস্ব অর্থায়নে এই কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।