ভুত পালানোর প্রমান দিলো মুখে ঝাঁটা নিয়ে কিছুদূর গিয়ে ফেলে দেয়ার পর। ভুত তাড়াতে অবশ্য ওঝাকে অনেক মেহনত করতে হয়েছে,হাত বেঁধে জল পোড়া তেল পোড়া ও বহু মন্ত্র এবং ঝাড় ফুঁক করার পরই ভুত পালায়। আর সেই পালানোর নিদর্শন হিসাবে মুখে করে ঝাঁটা নিয়ে কিছুদূর গিয়ে ফেলে দেয়ার পর বোঝা যায় ভুত পালিয়েছে। এই সব ঘটনা ঘটেছে হুগলি জেলার সদর চুঁচুড়া থানার অন্তর্গত সিঙ্গির বাগান এলাকায়। কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতের সিঙ্গির বাগানের রাজু ঠাকুরের স্ত্রী মিঠু ঠাকুরের কাল থেকে জ্বর হয়েছিলো। আজ সকাল থেকেই সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে কখনো হাসি বা কখনো কান্না শুরু করে। এই আচরণ করা দেখেই সন্দেহ হয় পরিবারের তার পরই ওঝা কে নিয়ে আসা হয় তিনি মিটুর হাত বেঁধে শুরু করেন ঝাড় ফোঁক তার পরই ভুত পালায় এবং সুস্থ হয় মিঠু। এলাকার সদস্য ঘটনা শুনে আসেন মিটুর বাড়িতে ততক্ষনে সবকাজ শেষ তিনি জানান ও শিক্ষা থেকেই এখনো মানুষের ওঝার উপর বিশ্বাস রয়ে গেছে, তবে তিনি নজরে রেখেছেন এর পর কিছু হলে হাসপাতালেই নিয়ে যাওয়া হবে।
এখনও ভূত তাড়াতে ওঝা উপর ভরসা !
বুধবার,০৮/০৮/২০১৮
762