দক্ষিণ ২৪ পরগণা: ভাঙড় ১ ব্লকের বোদরা বাজার থেকে শাকশহর বাজার অবধি প্রায় ৫ কিলোমিটার পিচ রাস্তার উদ্ভোধন হল।ফিতে কেটে রাস্তার উদ্ভোধন করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্যা। উল্লেখ,বোদরা ও শাকশহর গ্রাম পঞ্চায়েত ভাঙড় ১ ব্লকে অবস্থিত হলেও ক্যানিং পূর্ব বিধান সভার অন্তর্গত।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভাঙড় ১ ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক সৌগত পাত্র,ভাঙড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশোকতরু মুখার্জি,ক্যানিং ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ছোয়েদ শেখ,দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের কৃষি কর্মাধক্য সাহজাহান বিশ্বাস প্রমুখ।
সওকত মোল্যা বলেন,মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাস্তাই আমাদের আস্থা শ্লোগানকে সামনে রেখে এই নতুন রাস্তা তৈরী হল।উন্নয়ণের মূলমন্ত্র হল পরিকাঠামো উন্নয়ণ,অর্থাৎ রাস্তা,বিদ্যুৎ,পানীয় জল প্রভৃতি। তাই আমরা রাস্তা সহ এই তিনটি বিষয়ের উপর জোর দিচ্ছি।পিচের নতুন রাস্তা উদ্ভোধন হওয়ায় খুশি এলাকার মানুষ।