চাকরী পরীক্ষা দিতে এসে বিক্ষোভ শ্রীরামপুরে


বৃহস্পতিবার,০৯/০৮/২০১৮
476

সুমন করাতি : ---

চাকরী পরীক্ষা দিতে এসে বিক্ষোভ শ্রীরামপুরে।সামাল দিল পুলিশ। শ্রীরামপুর পৌর এলাকার স্কুল গুলির মিড ডে মিলের ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগের পরীক্ষা নেওয়ার কথা ছিল আজ।আধিকারীকরা না থাকায় সেই পরীক্ষা বাতিল করে আগামী ১৭ ই আগস্ট করা হয়।ওয়েব সাইট এবং লোকাল কাগজে তা জানিয়ে দেওয়া হয়।কিন্তু অনেকেই তা জানতে পারেন নি।

আজ শ্রীরামপুর ইউনিয়ন স্কুলে জরো হন প্রায় শ’তিনেক চাকরী প্রার্থী।পরীক্ষা হচ্ছে না দেখে তারা ক্ষোভে ফেটে পরেন।পরে শ্রীরামপুর মহকুমা শাসক তনয় দেব সরকারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা।১৭ তারিখ কারো আসতে দেরী হলে তাদের জন্য আধ ঘন্টা বেশি সময় দেওয়া হবে জানান মহকুমা শাসক,তারপরই বিক্ষোভ বন্ধ হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট