হাওড়া জিলা স্কুলের প্রধান শিক্ষকের বদলির নির্দেশ ঘিরে ছাত্রদের মধ্যে বিক্ষোভ


শুক্রবার,১০/০৮/২০১৮
574

বাংলা এক্সপ্রেস---

হাওড়া জিলা স্কুলের প্রধান শিক্ষকের বদলির নির্দেশ ঘিরে ওই স্কুলের ছাত্রদের মধ্যে বিক্ষোভের সঞ্চার হয়েছে। এই নিয়ে শুক্রবার সকাল থেকে কার্যত বন্ধ হয়ে গিয়েছে স্কুলের পঠনপাঠন। এদিন সকালে স্কুলের শিক্ষক এবং ছাত্ররা স্কুলে এসে জানতে পারেন যে প্রধান শিক্ষক বদলি হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রধান শিক্ষক ছাত্রদের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। ছাত্ররা কোনওভাবেই তাদের প্রিয় শিক্ষককে যেতে দেবেন না।

স্কুল শিক্ষককে কোনভাবেই ছাড়বেন না। কিন্তু প্রধান শিক্ষক জানান সরকারি নির্দেশ মত যে কোন মুহূর্তে সরকারি নির্দেশ পালন করার কর্তব্য স্কুলের প্রধান শিক্ষকের। এবং সেই দায়িত্ব নিতে হবে। তিনি মনে করেন ছাত্রসমাজ তাকে চাইছেন কিন্তু তার কিছু করার নেই তিনি নিরুপায়। কারণ শিক্ষা দপ্তরের নির্দেশ সরকারি নির্দেশ। সেটাকে মানতেই হবে। এরকম একটা আবেগ তৈরি হলেও তিনি বলেন যে তিনি নিরুপায়। যেতেই হবে। কারণ এটা সরকারি নির্দেশ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট