চুঁচুড়া গোর্খা ময়দানের কাছে ডাফ হাই স্কুলের সামনে ভয়াবহ ধস


শুক্রবার,১০/০৮/২০১৮
785

বাংলা এক্সপ্রেস---

চুঁচুড়া গোর্খা ময়দানের কাছে ডাফ হাই স্কুলের সামনে ভয়াবহ ধস। অল্পের জন্য প্রানে বাঁচলো এক মহিলা। আজ বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজিত জনতারা ভিড় জমান। প্রসঙ্গত হুগলী ইমামবাড়ার সামনে থেকে স্ট্যান্ড রোড ধরে চুঁচুড়ার দিকে এলে শেষপ্রান্তে মিলবে এই ডাফ হাই স্কুল মোড়। যেই রাস্তার নীচ দিয়েই রয়েছে শহরের মূল নিকাশী নালা। চারমাথার এই মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশেই রয়েছে লঞ্চঘাট, চুঁচুড়া আদালত, চুঁচুড়া ময়দানের মত সাধারন মানুষের আনাগোনার জায়গা।

আজ বিকেলে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন বহু মানুষ। হঠাৎ করেই ডাফ স্কুলের সামনের ওই রাস্তায় ধস নামে। সেসময় এক পথচলতি মহিলা ধসের ভিতরে প্রায় ঢুকেই যাচ্ছিলেন। কোনক্রমে প্রানে বাঁচেন তিনি। তার একপাটি চটি ভিতরে ঢুকে যায়। ঘটনার বেশকিছুক্ষন পরও তার চোখেমুখে ছিলো আতঙ্কের ছাপ। এরপর খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় পুলিশ ও পৌরকর্মচারীরা। বিপদজনক ওই এলাকা ঘিরে ফেলা হয়।

https://youtu.be/dHtiRExb67M

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট