অমিত শাহের সভার প্রতিবাদে আজ রাজ্য জুরে ধিক্কার দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস


শনিবার,১১/০৮/২০১৮
581

বাংলা এক্সপ্রেস---

কোলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার প্রতিবাদে আজ রাজ্যজুরে ধিক্কার দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে অভিনব প্রতিবাদে সামিল হলো রিষড়ার যুব তৃণমূল কর্মীরা। এদিন তারা মস্তক মুন্ডন করে অমিত শাহকে ধিক্কার জানান। তাঁদের বক্তব্য অমিত শাহ একজন খুনী। পাশাপাশি নরেন্দ্র মোদীকেও তারা একআসনে বসিয়ে বলেন এরা দুজনে মিলে আসামের বাঙালিদের উপর অত্যাচার শুরু করেছে। তাই বাঙলার মাটিতে এদের কোন স্থান হবেনা। তাই তারা আজ মস্তক মুন্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হয়। পাশাপাশি আগামী দিনে মমতা ব্যানার্জী-ই দেশের প্রধান মন্ত্রীর আসনে বসবে বলে তারা দাবী করেন।

https://youtu.be/jQPxhtVVSLE

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট