পশ্চিম মেদিনীপুররে নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গনধর্ষণ


শনিবার,১১/০৮/২০১৮
569

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- ১৭ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে এনে অন্য একটি বাড়িতে আটকে রেখে তিন দিন ধরে গনধর্ষণের অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করল খড়্গপুর গ্রামীন থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত আরও ২ যুবক পলাতক বলে পুলিশ জানিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কইতা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ জানিয়েছে, ওই কিশরীকে বিয়ে করবে বলে জানায় পাশের গ্রাম সাত রঙের এক যুবক। তাকে বাড়ি থেকে চলে আসতে বলে। সোমবার ওই কিশরী বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রাম সাতরঙে আসে সন্ধ্যাবেলায়। এরপর তাকে গ্রামেরই একটি বাড়িতে। সেখানে রাতে আরও ৫জন আসে। তিনদিন ধরে লাগাতার ধর্ষণের পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় কিশোরীর কইতা গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে যায়। রাতে ওই কিশোরীকে দেখতে পায় বাড়ির লোকেরা। আগেই মেয়েকে কিডন্যাপ করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছিল কিশোরীর বাড়ির লোকেরা। মেয়েকে এই অবস্থায় পাওয়ার পর শুক্রবার ফের পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রাতেই তল্লাশী চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত বাকি ২ যুবকের খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট