রানীনগরঃ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার সব্জী বাজারের ঈদগাহ পিছন সংলগ্ন এলাকায়। এদিন সন্ধ্যায় সাইকেল চোর সন্দেহে এক ব্যাক্তিকে অমানবিক ভাবে মাটিতে ফেলে ব্যাপকহারে গনধোলায় করলো স্থানীয়রা। গণপিটুনী রুখতে আইন আনতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সাইকেল চোর সন্দেহে গণপিটুনী স্বীকার হলেন এক ব্যাক্তি। অন্যান্য দিনের মতো শুক্রবার সন্ধ্যায় রানীনগর ঈদগাহের পিছনে বসেছিল সবজি হাট। সন্ধ্যার সময় কিছু লোক একজনকে সাইকেল চোর সন্দেহে গণপ্রহার দিতে থাকে। এদিন সবজি হাট থাকায় বাজারে লোকের সমাগম বেশি ছিল। তাই চোর সন্দেহে আরো প্রচুর লোক চোর চোর চিৎকার করে মারতে থাকে ওই ব্যক্তিকে। প্রায় ১৫মিনিট ধরে ব্যাপক মারধরের পর রানীনগর থানা থেকে পুলিশ এসে লোকটাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় গোধনপাড়া গ্রামীন হাসপাতালে ভর্তি করে। যদিও রানীনগর থানার পুলিস গনপিটুনীর কথা অস্বীকার করেছে।
সাইকেল চোর সন্দেহে এক ব্যাক্তিকে গনধোলায় করলো স্থানীয়রা
শনিবার,১১/০৮/২০১৮
642
বাংলা এক্সপ্রেস---