“নীরব মোদী বিজয় মালিয়ারা ব্যাংক থেকে সব নিয়ে চলে গেছে”-পার্থ চট্টোপাধ্যায়


শনিবার,১১/০৮/২০১৮
593

বাংলা এক্সপ্রেস---

নদিয়া: তৃণমূলের ভোটব্যাঙ্ক সারা বাংলা জুড়ে আর ওদের কোন ব্যাংক নেই বলেই নীরব মোদী বিজয় মালিয়ারা ব্যাংক থেকে সব নিয়ে চলে গেছে শনিবার নদিয়া নাকাশিপাড়া বেথুয়া ডহরি প্রকাশ্য জনসভায় এভাবেই অমিত শাহ এর বক্তব্যের বিরোধিতা করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবে এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন,ফাঁকা কলসীর আওয়াজ বেশি জলভরা কলসি হলে এত বাজত না। তিনি বিজেপি কে এক হাত নিয়ে বলেন মানুষের রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে আঁধার কার্ড আছে তবুও বলছে এরা নাগরিক না।

এনআরসি ইস্যু নিয়ে বিজেপিকে কটাক্ষ করে পার্থ বাবু বলেন, ধর্মের সাথে ধর্মের লাগিয়ে দেবার চেষ্টা মানুষের সাথে মানুষের লাগিয়ে দেবার চেষ্টা করছে বিজেপি।এন আর সি ইস্যু নিয়ে বিজেপি যেটা করছে তা অবর্ণনীয় ও অপরাধ বলে মনে করেন বলে ও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। যদি এনআরসি ইস্যুতে কারোর নাম বাদ পরে তাহলে দলের পদক্ষেপ কি হবে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মহাসচিব বলেন একজনেরও বাদ পড়া উচিৎ নয় এটা নিয়ে যে তারা আতঙ্কিত তা সরাসরি সাংবাদিকদের কাছে জানান। একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সংরক্ষণের তালিকা থেকে সাড়ে বারো লক্ষ মানুষের নাম বাদ গেছে।তাদের মধ্যে বাঙালী বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আর কিছু অসমীয়াদের নাম বাদ গেছে। এটাকে বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসেবেই ব্যবহার করছে বলে জানান পার্থ বাবু।এদিন পার্থ চট্টপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম, মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়, কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রমূখ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট