২০১৩ সালে ম্যাচ গড়াপেটা দায়ে নির্বাসিত হন আশরাফুল। এই জন্য ৫ বছরের জন্য নিশিদ্ধ হয়েছিলেন মহম্মদ আশরাফুল। সেই নিশেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে সোমাবার।ফের জাতীয় দলে প্রত্যাবর্তন এর আশা খুজজেন এই ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটার দের কাছে এক খুশির খবর।আবার দেখা যাবে ২২ গজে ৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান কে।ফলে আবার জাতীয় দলে খেলার সুযোগ পেতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশের হয়ে আবার মাঠে দেখা যেতে পারে মহম্মদ আশরাফুলকে
শনিবার,১১/০৮/২০১৮
780

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: