ডেঙ্গু ও ম‍্যালেরিয়া প্রতিরোধে সচেতন সরকারি স্বাস্থ্যকেন্দ্র


রবিবার,১২/০৮/২০১৮
614

সুদীপ্ত রায়---

গ্ৰামে গ্ৰামে সরকারি কর্মচারিরা গ্ৰাম বাসিদের ডেঙ্গু ও ম‍্যালেরিয়া প্রতিরোধের সচেতনতা জারি করেছে। সাধারনত জমা জল আর আবরজনা থেকেই জন্মায় ম‍্যালেরিয়ার মতো ভয়ানোক রোগ সৃষ্টিকারি মশা। এবং এই মশা কামড়ানোর সাথে প্রচন্ড জালা করে এবং ওই জায়গাটা ফুলে যায়। আর দুই তিন দিনের মধ্যেই প্রবল মাথা ব‍্যাথা এবং কাঁপুনি দিয়ে জ্বর আশে। তাই এই মশা বাহিত রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন‍্য সরকারি প্রাথমিক সাস্থকর্মীরা গ্ৰামবাসিদের পরার্মশ দেওয়ার মাধ‍্যমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক্ষেত্রে বাড়ির আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন ও জনজাল মুক্ত করে রাখার পরার্মশ দিচ্ছে সাস্থকেন্দ্র। এবং বাড়িতে বাড়িতে গিয়ে মশা বাহিত রোগের চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।আর বাড়িতে বাড়িতে গিয়ে এই সমস্ত রোগের মেডিসিন বিতরন করা হচ্ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট