MSK ও SSK এর শিক্ষক শিক্ষিকাদের বঞ্চনার প্রতিবাদে জেলার অতিরিক্ত জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান


রবিবার,১২/০৮/২০১৮
994

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ ওয়েস্ট বেঙ্গল তৃনমূল MSK ও SSK টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে কেন্দ্রীয় সরকার কতৃক MSK ও SSK এর শিক্ষক শিক্ষিকাদের বঞ্চনার প্রতিবাদে জেলার অতিরিক্ত জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান। জেলা সভাপতি সামসুল হক জানান যে এই জেলায় প্রায় ১৫০০টি শিশুশিক্ষা কেন্দ্র ও ১৯৮টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র রয়েছে। সেখানে প্রায় ২লক্ষাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে।

আর প্রায় ৬হাজার শিক্ষক শিক্ষিকা এখানে কর্মরত আছেন। দেশের অন্যান্য রাজ্যে এই শিক্ষক শিক্ষিকাদের ৮৯৬০টাকা বেতন পান। কিন্তু এই রাজ্যে মাত্র ৫৯৫৪টাকা বেতন পান তারা। বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। তাই বৃহস্পতিবার ৮ দফা দাবী নিয়ে জেলার MSK ও SSK শিক্ষক শিক্ষিকারা অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট