নিশ্চয় বুঝতে পেরেছেন প্রতিবেদন টিতে কোন ব্যাক্তিকে চিহ্নিত করা হচ্ছে। বিজয় মালিয়া নামটা সবার চেনা।কিছুদিন আগেই তিনি বারাবার খবরেরকাগজ এর শিরোনামে উঠে এসেছিলেন। তার মাথায় রয়েছে কোটি টাকার দেনা। কিন্তু সেই সবকে বুড়ো আঙুল দেখিয়ে ফুর্তিতে রয়েছেন বিজয় মাল্য। ৯হাজার কোটি টাকা ঋন থাকা স্বত্বেও বিলাসবহুল জীবন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে তার লন্ডনের বাড়িতে রয়েছে বেশ কিছু দামী আসবাবপত্র পত্র।এছাড়াও তার সংগ্রহে রয়েছে টিপু সুলতানের তলোয়ার। এমন বিলাসবহুল ব্যাক্তিত্ব খুব কম দেখা যায় আজকের সময়ে।বিজয়মাল্য যে সবার থেকে আলাদা তা তিনি আবার প্রমান করলেন!!
Auto Amazon Links: No products found.