রাতের পর পর তিনটি লোকাল ট্রেন বাতিল করায় ব্যাপক বিক্ষোভ হাওড়া স্টেশনে


সোমবার,১৩/০৮/২০১৮
502

বাংলা এক্সপ্রেস---

রাতের পর পর তিনটি লোকাল ট্রেন বাতিল করায় ব্যাপক বিক্ষোভ হাওড়া স্টেশনে। যাত্রীদের অভিযোগ রবিবার রাত পূর্ব রেলের বর্ধমান শাখার ১০.৩০, ১১.১৫  ও ১১.৪৫ এর তিনটি বেন্ডেল লোকাল বাতিল করে রেল কর্তৃপক্ষ। ১১.৪৫ এর শেষ ট্রেন বাতিল হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো যাত্রী।সমস্যায় পরে মহিলা ও শিশুরাও. রাতে বাড়ি ফিরবে কিভাবে তাও বুঝে উঠতে পারে না সাধারণ যাত্রীরা। এর পরেই ১১.৪০ থেকে হাওড়া স্টেশনের ডেপুটি স্টেশন মাস্টারের ঘরে বিক্ষাভ দেখতে শুরু করে যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্ৰনে আনতে নামানো হয় RPF বাহিনীকেও। বিক্ষোভের চাপে অবশেষে রাত ১২.৪০ সে একটি স্পেশাল ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। অবশেষে রাত ১২.৫০ সে একটি ট্রেন ছেড়ে পরিস্থিতি নিয়ন্তনে আনা হয়। যাত্রীদের অভিযোগ রবিবার যেহুতু লোক কম থাকে তাই ইচ্ছে করেই ট্রেন বাতিল করে রেল। রেলের দাবি ৪ তারিখ থেকে পূর্ব রেলের বর্ধমান শাখায় সংস্কারের কাজ চলার দারুন রবিবার রাতে তিনটি ট্রেন বাতিল করতে হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট