কলকাতা নিউটাউনে “বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের” শিলান্যাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হল পথচলা


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
4346

রাজু আলম---

সোমবার নিউটাউন এ বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের শিলান্যাস করা হয়। ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে রাজারহাটে ১০০ একর জমিতে গড়ে উঠবে বাংলার সিলিকন ভ্যালি ।  TECH MAHINDRA, TCS, INFOSYS, RELIANCE, -র আধিকারিক হাজির ছিলেন এ দিনের অনুষ্ঠানে । কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে সিলিকন ভ্যালিতে ইনফোসিস যে বিশাল বিল্ডিং তৈরি করবে, সেই স্থাপত্য তুলে ধরা হয় । এদিন মঞ্চ থেকে বিদেশি ও তথ্যপ্রযুক্তি সংস্থা গুলিকে বিনিয়োগের আহবান জানান মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন বাংলায় প্রতিভা আছে। তিনি আরো জানান আমাদের দেশে অপারেশন কস্ট সারা দেশের মধ্যে সবচেয়ে কম। জমি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সব আছে এখানে। বাংলায় বিনিয়োগ করুন।এদিন উপস্থিত ছিলে ভিবিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মকর্তারা। বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু , মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অমিত মিত্র, মন্ত্রী পূর্ণেন্দু বসু ও পশ্চিমবঙ্গ সরকারের ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রির এডিশনাল চিফ সেক্রেটারি দেবাশীষ সেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বাংলার মাটিতে বেঙ্গলল সিলিকন হাবের শিলান্যাস অনুস্টান বর্ণাঢ্য আয়োজন করা হয়। নিউটাউন চত্বরে এদিন ছিল আটোসাটো নিরাপত্তা। বাংলায় এমন তথ্য প্রযুক্তিগত দিক নিয়ে চর্চা হলে বাংলা অনেক এগিয়ে থাকবে।এগিয়ে বাংলা। বিদেশীরা বিনিয়োগ করলে বাড়বে কর্মসংস্থান। এছাড়া এদিন মুখ্যমন্ত্রী জানান বেঙ্গলুরু হায়দ্রাবাদে জায়গা নেই!! বাংলায় আসুন!! বাংলায় বিনিয়োগ করুন” তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে আহবান জানান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট