হরিহরপাড়াঃ মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের, আশঙ্কাজনক অবস্থায় আরও যুবক হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম রিটন মন্ডল, বয়স ২১।প্রত্যক্ষদর্শী রেজাউল সেখ জানান পেশায় রাজমিস্ত্রী রিটন মন্ডল ভিনরাজ্যে কাজ করে। গত কয়েকদিন আগে বাড়িতে এসে নতুন বাইক কিনে সোমবার বন্ধু নাসিম মণ্ডলকে বাইকে চাপিয়ে মালোপাড়া নিজের বাড়ি থেকে হরিহরপাড়া বাজারে যায়। রাত্রি দশটা নাগাদ বাইক চালিয়ে হরিহরপাড়া বাজার থেকে মালোপাড়ার বাড়িতে ফিরছিল দুই বন্ধু। ফাঁকা রাস্তায় বাইকের গতি বেশি থাকার ফলে নিয়ন্ত্রন হারিয়ে বেনেকোলা গ্রামের কাছে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। তাদের মাথায় হেলমেট না থাকার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক রিটন সেখের। বাইক আরোহী নাসিম মণ্ডলকে,বয়স ২৫ আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ
Auto Amazon Links: No products found.