কন্যাশ্রী


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
2022

সুভাষ চন্দ্র দাশ---

কন্যাশ্রী

আমি অনন্য লাবণ্যময়ী রূপসা –
আমি স্নেহময়ী রাজশ্রী ,
গুনে নবরত্না আমি নইকো ফেলনা –
অামিই সেই অষ্টাদশী কন্যাশ্রী ।

আমি ধরিত্রী আমি ভয়ংঙ্করী –
অামিই সেই যৌবনা রুপশ্রী ,
হিমালয়ের ঝরণা –
অামি উজ্জলা কন্যাশ্রী।

আমি সত্য অামি দীন –
তবু সংসারে মধুশ্রী ,_
আমি ফেলনা,খেলনা নই –
আমি বাংলার কন্যাশ্রী ।

বিদেশে পেয়েছি সম্মান –
নেই কোন ভয় আর ,
অগ্রগতিই মোদের জীবন –
পেয়েছি সমান অধিকার ।

পড়বো – শিখবো – জানবো – লড়বো—-
নই খেলার পুতুল নই কোনো পণ্য ,
সমাজকে নতুন রঙে সাজিয়ে তুলবো –
রুপেগুণে লাস্যময়ী অষ্টাদশী কন্যাশ্রী আজ ধন্য ।

ধন্য আমার বাংলা,বাঙালীর গর্ব –
দারিদ্রতার মান কন্যাশ্রীতে ম্লান ,
কন্যাশ্রী সারাবিশ্বে আজ উজ্জ্বল –
অষ্টাদশীরা গায় আগামীর জয়গান ।

কন্যাসন্তান ফেলনা নয়,নয় কোন বোঝা –
নারী পুরুষ সমান সমান ,
এগিয়ে চলেছে মূল্যবোধের সমাজ –
কন্যাশ্রী যে তারই প্রমাণ ।

সমাজে প্রতিষ্ঠিত মোরা –
আগামীর সাফল্য আমরা অষ্টাদশী ,
গেয়েছি বাংলার জয়গান –
বিশ্ব মাঝে সমাদৃত বাংলার গর্ব কন্যাশ্রী ।

সুভাষ চন্দ্র দাশ

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট