‘স্বাধীনতা’ সমীপেষু


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
1289

সুনন্দা হালদার---

॥’স্বাধীনতা’ সমীপেষু ॥

‘আজ আমার ফিরতে রাত হবে,
বোর্ড মিটিং আছে রাত দশটায়,
তুমি কিন্তু ফিরো ঠিক সময়ে’…

সময়ের তলানিতে সত্যিটা কি ?..

তোমার কেজো বেলা ফুরোবে
বিনা প্রশ্নে ‘আনন্দী’র ঠোঁটে,
আমার ক্লান্ত পা পাড়ি দেবে
অভ্যেসে, তোমার ইচ্ছের কপাটে ।
ক্ষোভ জমিয়ে বুকে পিঠে,
‘স্বাধীনতা’ তুমি কোথায়, তুমি কোথায় ?

তোমার নেশাতুর রাত ভাঙবে
আমার হাতে ভোর পিয়ে,
শতাব্দী প্রাচীন নিয়মে…
আমার আলসেমি বে-আইনি হবে,
কথার পিঠে কথা সাজিয়ে !
সমান্তরাল কথামালার মলাট ছিঁড়ে,
‘স্বাধীনতা’ তুমি কোথায়, তুমি কোথায় ?

খুচরো আঁধারে…
তোমার রাতপথ শুধুই বিনোদন,
খানাখন্দ বাহারে…
আমার রাতপথ যোনি থেকে জঙ্ঘায় রক্তক্ষরণ !
লড়াই জমিয়ে বরফে,
‘স্বাধীনতা’ তুমি কোথায়, তুমি কোথায় ?

একবার, শুধু একবার
আলো হও ভাঙাচোরা মর্গে,
ইজ্জৎ বাঁচিয়ে দেবী হই এ’ সুভাগীর স্বর্গে !

সুনন্দা হালদার

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট