স্টাফ নার্সকে অপারেশান থিয়েটারের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
570

সুমন করাতি---

স্টাফ নার্সকে অপারেশান থিয়েটারের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ নার্সদের।

নার্স সংহিতা ভট্টাচার্য্যের অভিযোগ গত ৯ই জুলাই ওটির মধ্যে তার শ্লীলতাহানি করেন চিকিৎসক অরূপ লাহা। আগেও দুবার ওই চিকিৎসক তার গায়ে হাত দিয়ে ছিলেন।সাবধান করলেও শোনেননি। তৃতীয়বার আবার একই কাজ করায় নার্স হাসপাতাল সুপার কমল কিশোর সিং এর কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ সেই ঘটনার কোনো তদন্ত হয় নি।গত ৭ ও ৯ই আগস্ট দুটি চিঠি দিয়ে তদন্তের অগ্রগতি জানতে চান সংহিতা দেবী।গতকাল হাসপাতাল সুপারকে এই বিষয় নিয়ে ডেপুটেশান দিতে চায় নার্সরা। সুপার আজ তাদের সময় দেন।সারে বারোটায় সময় দিলেও দেরটায় আসেন সুপার। বিক্ষোভে ফেটে পরে হাসপাতালের নার্সিং স্টাফরা। সুপার তাদের জানান ঘটনার তদন্ত হয়ে সিএমওএইচ অফিসে জমা পরেছে। যা জানার সেখান থেকে জেনে নিতে।নার্সদের অভিযোগ ওই চিকিৎসক জানিয়েছেন সংহিতা ভট্টাচার্য্য ওটিতে ডিউটি করলে তিনি নাকি ওটি করবেন না। এই কথা শুনেই চিকিৎসককে ক্ষমা চাইতে হবে বলে সোচ্চার হন।অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক অরূপ লাহা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট