আজ আমরা স্বাধীন


বুধবার,১৫/০৮/২০১৮
1385

মানস মন্ডল---

আজ আমরা স্বাধীন

বলতে পারবে ? আজ আমি স্বাধীন !
বুক চিতিয়ে, গলা উচিয়ে,
দু চোখেতে আগুন জ্বেলে,
মনের মধ্যে পুলক নিয়ে,
উচ্চস্বরে ……….. ” আমি স্বাধীন”।

তোমরা যারা কলের শ্রমিক,
কিংবা মাঠে লাঙল করো ।
তোমরা যারা রোদে জলেতে
দিন রাতকে এক করো।
বলতে পারবে? আজ আমি স্বাধীন !
বুক চিতিয়ে, গলা উচিয়ে,
উচ্চস্বরে ………. ” আমি স্বাধীন” ।

তোমরা যারা অফিস বাবু ,
কিংবা স্কুলে ছাত্র পড়াও।
তোমরা যারা হাসপাতালে
সেবার জন্য হাতটি বাড়াও।
বলতে পারবে ? আজ আমি স্বাধীন !
বুক চিতিয়ে, গলা উচিয়ে,
উচ্চস্বরে ……….. ” আ্মি স্বাধীন !

তোমরা যারা ছাত্র সমাজ,
কিংবা বেকার বাউন্ডুলে।
তোমরা ,যাদের কাজের আশায়
যাচ্ছে পায়ের চটি খুলে।
বলতে পারবে ? আজ আমি স্বাধীন !
বুক চিতিয়ে, গলা উচিয়ে,
উচ্চস্বরে ………..” আমি স্বাধীন” !

তোমরা যারা ঘরের জন,
কিংবা বিবাহ যোগ্যা কারোর বোন।
তোমরা যারা প্রেমিক যুগোল,
যাচ্ছ সকাল বিকাল নলবন ——
বলতে পারবে ? আজ আমি স্বাধীন।
বুক চিতিয়ে, গলা উচিয়ে,
উচ্চস্বরে………”আমি স্বাধীন”।

তোমারা যারা উচ্চপদে,
কিংবা আরও উপরে যাদের মন।
তোমরা যারা সমাজ সেবক,
সেবাই যাদের মূলধন————
বলতে পারবে ? আজ আমি স্বাধীন।
বুক চিতিয়ে , গলা উচিয়ে,
উচ্চস্বরে …………”আমি স্বাধীন”।

তোমরা যারা দেশটা চালাও,
কিংবা ছোট বড় রাজনীতিক।
তোমরা যারা পান্জাবীতে—–
নেতা নেতা ভাবগতিক।
বলতে পারবে ? আজ আমি স্বাধীন।
বুক চিতিয়ে, গলা উচিয়ে,
উচ্চস্বরে………..”আমি স্বাধীন”।

স্বাধীন মানেই নিজ অধীন
নিজেই নিজের রাজা।
নিজের কথা বলতে পারা
স্বাধীন ভাবে কাজটা করাই
স্বাধীনতার মজা।

স্বাধীন মানে পরাধীনতার
শিকল কেটে যাওয়া।
স্বাধীন মানে সৃষ্টি সুখের
উল্লাসে গান গাওয়া।

আজকে যারা ভাবছো——
তুমি অন‍্যের কাছে অধীন,
মনের মধ্যে সাহস নিয়ে,
বুক চিতিয়ে, গলা উচিয়ে,
দু চোখেতে আগুন জ্বেলে,
উচ্চস্বরে……… বলো……..
” আমরা স্বাধীন “।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট