হাওড়া: এআরসি সংস্থা কর্মকর্তা সোহিনী ও সহ সাথীরা। আজ ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষে। হাওড়া জেলার শ্যামপুর থানার গহলাপোতা আইকডে র আবাসিক ছাত্র ও ছাত্রী সহ বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে মেয়ে কে বই,খাতা,পেন ও খাবার দেওয়া হয়। আইকডের প্রতিষ্ঠাতা ব্রাদার গেষ্ট দয়ানন্দ সম্পাদিকা মমতা ময়ী মমতা গোপা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন কয়েক শতাধিক ছাত্রী ও ছাত্র দের সামগ্রী বিতরণ করা হয়।
১৫ আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়া জেলার আইকডের দুঃস্থ ছাত্র ছাত্রীদের সাহায্য
বুধবার,১৫/০৮/২০১৮
2491

আক্তারুল খাঁন---