কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় বাজপেয়ীকে স্মরণ করবে রাজ্য বিজেপি


শুক্রবার,১৭/০৮/২০১৮
741

বাংলা এক্সপ্রেস---

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে জেলায় কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি।দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রাক্তন এই প্রধানমন্ত্রীর আদর্শ এবং তাঁর প্রধানমন্ত্রীত্ব কালে দেশে যেসব প্রকল্প গৃহীত হয়েছিল তা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে উদ্যোগী হচ্ছে রাজ্য বিজেপির নেতারা। বিভিন্ন কর্মসূচীতে রাজ্যের শীর্ষ নেতারা ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্বও।উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয় অটল বিহারী বাজপেয়ীরর।বেশ কিছুদিন ধরে সেখানে ভর্তি ছিলেন তিনি।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৪।

বিজেপির রাজ্য দফতরে বৃহস্পতিবার রাতে বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন দলের রাজ্য সভিপতি দিলীপ ঘোষ। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যতে ভারতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল বলে জানালেন দিলীপ ঘোষ। পুষ্পস্তবক দিয়ে শোক জানালেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য সহ বিজেপির নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাক্তণ প্রধানমন্ত্রীর অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দশে রাজ্য জুড়ে ৭ দিনের শোক দিবস পালন হবে বলে জানিয়েছেন রাজ্য নেতারা। কলকাতাতে একটি কেন্দ্রীয় ভাবে বড় শোক সভা করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এছাড়াও রাজ্য বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বড় ১০ টি শোকসভা হবে। বিজেপির ৩৬ টি সাংগঠনিক জেলাতেও শোক সভা করবে তারা। কলকাতার কেন্দ্রীয় শোকসভায় কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বিজেপির জেলা সভাপতিদেরও কর্মসূচী গ্রহনের নির্দেশ পাঠানো হয়েছে।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট