Categories: জাতীয়

অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর ভুল সংবাদ প্রকাশে সমালোচনার মুখে সংবাদ মাধ্যম

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ সংবাদে তাঁর ভুল ছবি প্রকাশ করল চিনা সংবাদমাধ্যম শিনহুয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর মৃত্যুসংবাদ প্রকাশের সঙ্গে তাঁর ছবির স্থানে জর্জ ফার্নান্ডেজের ছবি প্রকাশ করে শিনহুয়া। প্রসঙ্গত, বাজপেয়ীর মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ। আর এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা।

অনেকেই এই ত্রুটি কে কটাক্ষ করেছেন। কেউ কেউ ‘সস্তার সংবাদ ‘ বলেও সমালোচনা করেছেন। আবার অনেকে জানান, অন্তত ঠিক ছবি ব্যবহার করুন। এরপর নিজেদের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি ফার্নান্ডেজের ছবিসহ সংবাদটি সরিয়ে নেওয়া হয় শিনহুয়ার পক্ষ থেকে। এরপর নিজেদের ভুল শুধরে নিয়ে সঠিক ছবি সহ বাজপেয়ীর প্রয়াণ সংবাদ প্রকাশ করে শিনহুয়া সংবাদ মাধ্যম।অবশ্য গতকাল বাজপেয়ী সম্পর্কে প্রথম ভুলটি করেন ত্রিপুরার রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। তিনি বাজপেয়ীকে নিয়ে বেফাঁস টুইট করেন যে, অটল বিহারী বাজপেয়ী প্রয়াত। বৃহস্পতিবার দুপুরে তিনি এই টুইটটি করেন। যদিও তখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাজপেয়ী।

এর খানিক পরই বাজপেয়ীর সম্পর্কে ভুল খবর টুইট করার জন্য দুঃখপ্রকাশ করেন তথাগত রায়। নিজের ভুলস্বীকার করে ফের একটি টুইট করেন জানান, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। পরে জানতে পারেন, বাজপেয়ীর শারীরিক অবস্থা সঙ্কটজনক। এজন্য তিনি দুঃখপ্রকাশ করেন এবং আগের টুইটগুলি ডিলিট করে দেন। অবশ্য এজন্য তথাগত রায়কেও সমালোচিতও হতে হয়। উল্লেখ্য যে, গতকাল বিকালে পাঁচটা পাঁচ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কার্যত তাঁর মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা দেশ। কেননা তিনি শুধুমাত্র দেশের প্রাক্তন এনডিএ প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি ছিলেন প্রথম অকংগ্রেসি স্থায়ী সরকারের তিনবারের প্রধানমন্ত্রী। আর তাঁর মৃত্যু নিয়ে দুইবার ভুল তথ্য পরিবেশিত হওয়া নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

5 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

5 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

5 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: