সময় ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। তার মধ্য এই খবর শুনে আরো বিপদজনক অবস্থায় টিম ইন্ডিয়া। কিছুদিন আগে কোমরে চোট পেয়েছিলেন কোহলি। তবে শেষ দুই টেস্টে তাকে না খেলানোর সম্ভাবনা প্রবল। ভুবনেশ্বর এখনো ফিট নয়। সুত্রের খবর তার ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে!! তাই পরের টেস্ট অনিশ্চিত ভুবনেশ্বর!! ইংল্যান্ড এর বিরুদ্ধে চলতি টেস্টে তিনি চোট পেয়েছিলেন!! বিরাট এর টিম ইন্ডিয়া জন্য এই খবর শুভ নয়।আবার কিছুটা ইতস্তত কোহলি ব্রিগেড!! বিদেশের মাটিতে কেমন ফলাফল করে এই দল সেটাই এখন দেখার!!
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ
Auto Amazon Links: No products found.