এবার কলকাতার অটোর রঙও হবে নীল-সাদা


শনিবার,১৮/০৮/২০১৮
634

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: এবার কলকাতার অটোর রঙ হতে চলেছে নীল-সাদা, সিদ্ধান্ত পরিবহন দফতরের। আগামী সপ্তাহে এই নয়া সিদ্ধান্ত ঘোষণা হতে চলেছে। রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর এমনটাই। পাশাপাশি শহরের অটো রাজ বন্ধ করতেও একগুচ্ছ নির্দেশিকা জারি হতে চলেছে বলে পরিবহন সূত্রের খবর। মহানগরীর বুকে বিভিন্ন রুটে লাগামহীন ভাবে অটো চলাচল করে বলে অভিযোগ বহুদিনের।অটো ইউনিয়ন গুলি গাজোয়ারী মনেভাব নিয়ে চলে, এমনটা টের পান নিত্যযাত্রীরা। যাত্রীদের পরিষেবার কথা না ভেবে নিজরদের “দাদা” আচরণই এখন অটোচালকদের বৈশিষ্ট্য – এমনটাই অভিযোগ নিত্যযাত্রীদের। যাত্রীদের এই ক্ষোভের কথা পরিবহন মন্ত্রীর কান পর্যন্ত পৌঁছতে বাকি নেই। তাই তাদের লাগাম টেনে ধরতে এবার বিশেষ উদ্যোগ নেওয়ার পথেই হাঁটতে চলেছে পরিবহন দফতরের কর্তারা। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর পছন্দের রঙ নীল সাদা করে সব রুটের অটোকে এক ছাতার তলায় আনারও ভাবনা রয়েছে পরিবহন দফতরের কর্তাদের। এখন শুধু তা ঘোষনার অপেক্ষা।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট