“কেরলে ভয়াবহ বন্যা কবলিত মানুষদের পাশে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী” সংসদ মহম্মদ সেলিম


শনিবার,১৮/০৮/২০১৮
707

বাংলা এক্সপ্রেস---

কেরলে ভয়াবহ বন্যা কবলিত মানুষদের পাশে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কোনও সাহায্য ঘোষণা করেনি ইসলামপুরে এসে এমনই মন্তব্য করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সংসদ মহম্মদ সেলিম। এছাড়াও সেলিম বলেন, পশ্চিমবঙ্গের সীমাঞ্চল এলাকার ১০ লক্ষ লোক কেরলে থাকেন। যাদের মধ্যে এক লক্ষ উত্তর দিনাজপুর জেলার ইটাহার, গোয়ালপোখর, ইসলামপুর ও চোপড়ার বাসিন্দা। বাসিন্দাদের মধ্যে গুজব ছড়িয়েছে অনেকেই মারা গিয়েছে, মৃতদেহ আসছে। তাই আজকে আমি ইটাহার থেকে চোপড়া পর্যন্ত ওই মানুষগুলোকে আস্বস্ত করছি। অনেকেই সামনে কুরবানীতে বাড়িতে আসার প্রস্তুতি নিয়েছিল কিন্তু রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় আসতে পারেনি। আমি আগামীকাল রেলমন্ত্রীর কাছে এরণাকুলাম থেকে চেন্নাই হয়ে হাওড়া দুটি রেল চালানোর আবেদন করবো। আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে। এরাজ্যে সাধারণ মানুষের কাছে অর্থ ও সামগ্রী সংগ্রহে দলের কর্মীরা নামবেন। বন্যায় আটকে পড়া পরিবারগুলোর প্রতি আমার আবেদন গুজবে কান দেবেন না ওখানকার সরকার যথেষ্ট দায়িত্ত্ব নিয়ে কাজ করছে।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট