রবিবার বাগদান পর্ব সেরে ফেলতে পারেন এই যুগল


রবিবার,১৯/০৮/২০১৮
1177

বাংলা এক্সপ্রেস---

আজ রবিবার। সপ্তাহের একটিমাত্র ছুটির দিন। খোশ মেজাজে থাকার একটি মাত্র দিন পায় বাঙালি। তবে সুত্রের খবর নিক ও প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান হতে পারে আজ। দুই পরিবারের ঘনিষ্ঠদের তরফে জানানো হয়েছে রবিবার বাগদান পর্ব হতে পারে। শনিবার প্রিয়াঙ্কার মুম্বাইয়ের বাড়িতে উপস্থিত ছিলেন করন জোহর, রনবীর ও কলাকুশলীরা।সব মিলিয়ে বলা যেতে পারে আনুষ্ঠানিক ভাবে বাগদান হতে পারে এই যুগল এর।

প্রিয়াঙ্কা চোপড়া কে নিয়ে যাবতীয় জল্পনাকল্পনা অবসান হতে চলেছে। আর কিছু সময়ের অপেক্ষা। সুত্রের খবর সব ঠিক ঠাক হলে রবিবার বাগদান পর্ব সেরে ফেলতে পারেন এই যুগল। রবিবারে নতুন চমক আর কিবা হতে পারে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট