ক্রিকেটের সাথে তার সম্পর্ক অনেক দিনের, ২২ গজকে বিদায় জানানোর পিছনে রয়েছে অন্য রহস্য


রবিবার,১৯/০৮/২০১৮
650

বাংলা এক্সপ্রেস---

বাইশ গজে তার রাজকীয় মেজাজ সকলের জানা। শুধু তাই নয় তার ক্রিকেটীয় ইতিহাস গোটা বিশ্বে সমাদৃত। সময়ের সাথে পাল্লা দিয়ে তাকে বারবার নতুন ভুমিকায় দেখা গেছে। নিত্য নতুন রাজকীয় ছন্দে ২২ গজে রাজত্ব চালিয়েছে তার ব্যাট। তিনি হলেন এ বি ডিভিলিয়ার্স। আচমাকাই তিনি ক্রিকেট থেকে অবসর নেন কিছুদিন আগে। তার এই সিদ্ধান্তে চমকে উঠেছিল ক্রিকেট দুনিয়া। এমন মহান তারকা আর কোনদিন বাইশ গজে নামবেন না আর তাকে ব্যাট হাতে দেখা যাবে না। এমন খবর অপ্রত্যাশিত ক্রীকেট প্রেমী দের কাছে। আজ তিনি জানান দীর্ঘদিন ধরে চাপটা আর নিতে পারছিলাম না। দিনের পর দিন ভালো খেলার চাপ থাকত সহ্য করতে পারছিলাম না। ভক্ত দেশ এমনকি কোচের কিছু প্রত্যাশা থাকে।

তবে আজ সমগ্র বিশ্ব তার ক্রিকেট লহমায় মুগ্ধ। বাইশ গজে তার ঝোড়ো ইনিংস বারবার বিপদে ফেলেছিল বোলার দের। বাইশ গজে তার রনক্লান্ত চেহারা আর ব্যাটিং দাপট চুর্ন বিচুর্ন করে দিত বিরোধী দল গুলিকে। এমন মহান তারকা নানান ইনিংস বারবার উঠে আসে খবরের শিরোনামে। আজ নিজেই বর্ননা দিলেন ক্রীকেট থেকে সরে যাওয়ার পিছনে কারন গুলি।দক্ষিন আফ্রিকা দলের হয়ে তার রেকড রয়েছে অনেক। নিজের টিম এর প্রতি তার অবদান রয়েছে অনেকখানি।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট