আজ ১৯ আগস্ট সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে বিশ্ব ফটোগ্রাফি দিবস।১৮৩৯ সাল থেকে এই দিনটাকে ফটোগ্রাফি দিবস হিসাবে পালন করা হয়।ফ্রেন্স একাডেমি অব সায়েন্স প্রথম ঘোষণা করে দিবসটির।
এন্ড্রয়েড ও স্মার্ট ফোনের দৌলতে সবাই আজ ফটোগ্রাফার। ফটো বা ছবি সহজে জনমানষে দাগ কাটতে পারে। লেখনির মাধ্যমে যতটা মনের গভীরে প্রবেশ করা যায়, তার থেকেও অনেক বেশি গভীরে পৌঁছাতে পারে একটি ফটো।
ফটো তোলা বর্তমান দুনিয়ায় আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছে। একজন অনুসন্ধিসু ব্যাক্তি এক টুকরো ছবি দিয়ে সৃষ্টি করতে পারে বিরাট লিখন শৈলি।একজন অভিঞ্জ সাংবাদিক একটা ছবি হাতে পেলে তা দিয়েই জীবন্ত প্রতিবেদন রচণা করতে সক্ষম।
Auto Amazon Links: No products found.