লালগড়ে ফিরে এলো বাঘের অাতঙ্ক


রবিবার,১৯/০৮/২০১৮
540

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রম: ঝাড়গ্রাম জেলার লালগড়ের জঙ্গলে অাবার ফিরে এলো বাঘের অাতঙ্ক। জঙ্গলে থেকে ফের ২ টি গরু অাহত অবস্থায় ফেরে। তার মধ্যে একটির অাঘাত গুরুতর। জানা গেছে লালগড়ের বাঁধগোরা এলাকার বাসিন্দা অশ্বিনী মান্না রোজকার মতো গরুর পাল জঙ্গলে ছেড়ে দেন। কিন্তুু সন্ধ্যা হলেও একটি বাছুর সহ একটি গরু না ফেরায় খোঁজ শুরু হয়। সন্ধ্যা সাতটা র পর রক্তাক্ত অবস্থায় গরু গুলি ফেরে। দেখা যায় বাছুর টি রক্তাক্ত। সারা গায়ে তার অাঁচড়ের দাগ। মাথায় অার পেছনে কামড়ের গভীর ক্ষত।

অার বড় গরুটির পিছনের পায়ে কামড়ের দাগ। অার এরপরেই নতুন করে বাঘের অাতঙ্ক ছড়ালো লালগড়ে। উল্লেখ্যে গত ২ রা মার্চ বন দফতরের ক্যামেরাতে ধরা পড়ে লালাগড়ের জঙ্গলে রয়্যাল ব্যাঙ্গল টাইগারের ছবি। তার পর গোটাটাই ইতিহাস। দীর্ঘ প্রায় দুই মাস ধরে বাঘ ধরার সব চেষ্টা বিফলে যায়। অবশেষে শিকারীদের আঘাতে প্রান যায় সেই বাঘের। এবার অবশ্য এখনো এটিকে বাঘ বলে নিশ্চিত করছে না বন দফতর। তবে পুরোপুরি উরিয়েও দিচ্ছে না। মেদিনীপুর ডিভিশানের ডিএফও রবীন্দ্রনাথ সাহা জানান, “বড় কোন জন্তু এই কাজ করেছে। তবে এটি বাঘ কিনা নিশ্চিত বলা যাচ্ছে না। আমরা সব দিক খতিয়ে দেখছি।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট