গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে বাজপেয়ীর চিতাভষ্ম


রবিবার,১৯/০৮/২০১৮
485

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: প্রয়াত প্রাক্তন প্র্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্ম বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরেও। রাজ্য বিজেপির অন্যতম নেতা সায়ন্তন বসু প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভষ্ম আনতে আজ রবিবার সকালে দিল্লির উদ্দেশে উড়ে যান।

সেখান থেকে অটল বিহারী বাজপেয়ীর অস্থি ভষ্ম নিয়ে আসবেন তিনি। এদিনই কলসে করে অস্থি ভষ্ম নিয়ে কলকাতা বিমাবন্দরে পৌঁছবেন তিনি।কাল সকালে বিজেপির রাজ্য দফতর থেকে ওই অস্থি ভষ্মের কলস নিয়ে ডায়মন্ডহারবার হয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন বিজেপির রাজ্য নেতারা। এই কর্মসূচীর নাম দিয়েছে অস্থি কলস যাত্রা। রাজনৈতিক মহলের একাংশের মত প্রয়াত অটলবাহারী বাজপেয়ীর আবেগকে কাজে লাগিয়ে ২০১৯-এর আগে জনসংযোগে বাড়িয়ে নিতে চাইছে এরাজ্যের পদ্ম শিবির।

বাংলা এক্সপ্রেস মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট